Sunday, February 10, 2013

অধরা

তিন তিনটে ঝিরিঝিরে বৃষ্টি সপ্তাহ পার করে একছুটে তোমার কাছে ।
বৃষ্টির জন্যে মনখারাপ করতে করতে সবকিছু আপসেট । সেই কলেজবেলা  গুলো যেমন ওলটপালট হ'ত । কবিতা আসতনা কাছে । আচমকা অকালবৈশাখির বিকেলের মত একটা ভালোলাগা গান শুনে একদৌড়ে  বসে যেতাম খাতা কলম নিয়ে । বৃষ্টি উথালপাথাল করে দিত সবকিছু  । নিজের কাছে সেই ভালোলাগা গুলো ঘুরে ফিরে আসে বারবার । একটা গান বদলে দেয় সন্ধ্যেটা । পালটে যায় মনের আশপাশের পরিচিত আবহ । কলমের মধ্যে খুঁজে পাই নিজেকে । আমার বৃষ্টির ফোঁটা আর কলমের কালির ছিটেতে মিলেমিশে তখন একাকার আশপাশ । ঘড়ির কাঁটা থমকে যায় । বদল হয় দৃশ্যপট ।
খরার মধ্যেও সেই অধরা দুফোঁটা বৃষ্টিকে বারবার খুঁজে নিয়ে ভালোবাসতে ইচ্ছে করে ।
ভালোবেসে দুঃখ পেতে ইচ্ছে করে ।  বারবার ভাবি যদি বৃষ্টি নামে ! যদি দুলাইন কবিতা পায় আমার !  

No comments:

Post a Comment