Saturday, February 21, 2015

অমর আমার একুশ

তখন মাথায় শিং হয়নি হাট্টিমাটিম টিম্‌
ঘুমের ঘোরে মায়ের গানে  তোমায় চেনার দিন।
ঘুম ঘুম চাঁদ পেরিয়ে আসা,আমার বর্ণ পরিচয়
তোমাকে আঁকড়ে আরো আরো বাঁচি ,
জেগে উঠি আরো নিশ্চয়  !!!   
তারপরে তো স্কুল পেরোনো লম্বা ইঁদুর ছুট  
হাতের মুঠোয় থাকি ধরে, তোমার শাড়ির খুঁট । 
ধ্যুত্তেরি আর বিরক্তিতে পার করেছি রচনা 
একটুআধটু পরে দেখা বাংলাভাষার গয়না । 
তবুও তুমি আমার গর্ব, আমার অলঙ্কার
তোমায় ছাড়া বাঁচব কি করে? কি দেব পুরষ্কার  !!! 

Monday, February 16, 2015

c/oবিশ্বনাথের গলি


তোমার রকমসকম কেমন বাবা ?
কানে ধুতরোফুলের কলি
সিদ্ধিগাঁজায় মাত করেছ বিশ্বনাথের গলি।
উপচে পড়া মানুষ জড়ো ভক্তিরসে ডুবু
উপছে ওঠে প্রণামবাক্স  বাবা জবুথবু
সেথা কেমন আছো তুমি?
দেশের তুমি দশের তুমি জ্যোতির্লিঙ্গভূমি
একপলকে  ঝলক দেখা বিশ্বনাথের ব্র্যান্ড
ষাঁড়, সিঁড়ি আর রাঁঢ়ের মাঝে গঙ্গাপুজোর ব্যান্ড ।