Monday, December 25, 2017

ক্রিসমাস

কেকমাস আজ মধুমাস, ক্রিসমাস পোষমাসে
একাকার হল হাড়মাস, শীতমাস সব্বোনেশে !
বাকী তিনমাস পর পচামাস তাই বাঁচো ভাই বেশ কশে
আজ ক্রিসমাস, ঝোলাগুড় খাস আর কেক খাস বসে বসে ।

রসেবশে বাঙালী সে কেকপিঠে খায়, মন্দিরে বসে বসে ক্যারলও শোনায়
ভোগ বেড়ে, গীর্জায় গীতা পাঠ করে, নাটমন্দিরে বসে চকোলেট ছোঁড়ে ।

খেঁজুর গুড়ে কেক ডুবিয়ে ঢেঁকুর তুলে মরি গাউন গায়ে ঘোমটা টেনে পান চিবুতেও পারি !