Saturday, February 20, 2016

অমর আমার একুশ

তখন মাথায় শিং হয়নি হাট্টিমাটিম টিম্‌
ঘুমের ঘোরে মায়ের গানে তোমায় চেনার দিন।
ঘুম ঘুম চাঁদ পেরিয়ে পাঠ, গোলাপী বর্ণপরিচয়
তোমাকে আঁকড়ে আরো আরো বাঁচি,
জেগে উঠি আরো নিশ্চয়  !!!  
তারপরে তো স্কুল পেরোনো লম্বা ইঁদুর ছুট 
হাতের মুঠোয় থাকি ধরে, তোমার শাড়ির খুঁট ।
ধ্যুত্তেরি আর বিরক্তিতে পার করেছি রচনা
একটুআধটু শখ করে পরা বাংলাভাষার গয়না ।
তবুও তুমি আমার গর্ব, আমার অহঙ্কার 
তোমায় ছাড়া বাঁচব কি করে? কি দেব পুরষ্কার  !!!