কন্যাকুমারী, কন্যাকুমারী কোথা যাও তুমি প্যান্ডেলে?
জামা দেব, কাপড় দেব, আদরও দেব তুমি এলে।
কন্যাকুমারী, কন্যাকুমারী তুমি কী বসেছ মণ্ডপে?
ফলমূল দেব, ভোগ বেড়ে দেব, পূজব তোমায় দীপধূপে।
কন্যাকুমারী বেনারসি চেলি, মাথায় মুকুট, ওড়না
ঠোঁটের কোণায় চিলতে হাসি, চোখে লাজের বন্যা।
কন্যাকুমারী, কন্যাকুমারী কুমারীপুজোর লগ্ন
ধুমধাম আজ অষ্টমীতিথি এসবই তোমার জন্য।
কন্যাকুমারী, কন্যাকুমারী তুমি অ-রজস্বলা
কুমারীজ্ঞানে দেবীর পুজো তবুও এ ছলাকলা।
অঋতুমতীই অপাপবিদ্ধ? দোলাচলে পড়ি আমি
অম্বুবাচীর কামাখ্যাপুজো সব ভুলে গেছ তুমি?
কন্যাকুমারী কন্যাকুমারী উঠুক এই নিয়ে শ্লোগান
ঘরের দুর্গা, জ্যান্ত দুর্গা কন্যাশ্লোকের জয়গান।