Thursday, July 30, 2015

কালিমাটীতে প্রকাশিত দুটি কবিতা

 মেয়েকাল

গভীর খাদের খতরনক বাঁকে মোড় নেয় জীবনের রোমহর্ষক পথ। আলতাগোলা আকাশের দিকে চোখ মেলে দেখি টপটপ করে চুঁইয়ে পড়ছে সূর্যের রং। ঝরে পড়ে অস্তরাগের ফাগের গুঁড়ো আমার গলায়, ঘাড়ে, পিঠে। এঁকে দেয় নীরবে আলতো চুম্বন। হেমন্তের পাখি উড়ে যায়। খেয়ালী মন দেয়ালা করে চলে অজানায় নিজের সাথে। মেয়েবেলা পড়ল সেই থেকে যখন সে আবেশে জড়িয়ে জাপটে ধরেছে আমাকে। কিশলয়গুলো কেঁপে কেঁপে উঠল মনের দেওয়াল বেয়ে। মনে হলো এ শ্রাবণ, শীত, বসন্ত সব আমার।  



সাগর-স্বপ্ন

একটা বিকেল নেবে তুমি? যার নোনা জলের সাদা ফেনায় ছুটে আসা জলের ফোঁটার রঙ সাদা। যার সাদা উড়নি নোনতা স্বাদের ঢেউয়ের পরে ঢেউয়ের
আনাগোনায় আছড়ে পড়া বালির চরে আসর বসায় মুঠো মুঠো ঝিনুক, তারা মাছ, শঙ্কর মাছেরা। দলবেঁধে আসা বকের সারি উড়ে যায় ক্যাসুরিনার ফাঁক দিয়ে,
খেয়ে যায় বাঁশপাতা মাছ সমুদ্রের তট থেকে, ঢেউ এসে নিয়ে যায় বিকেলের সূর্যাস্তের রং। সব মনখারাপের দুপুরগুলো আছড়ে পড়ে সেই ঢেউতে।
ক্লান্ত সূর্য তখন আপন মনে রঙ ছড়িয়ে চলে পশ্চিম আকাশের গায়ে রং ছড়াতে ছড়াতে অবসর নেয় ঠিক আমার মতো। যখন আমার ইচ্ছেডানায় ভর করে সাগর-স্বপ্নেরা...


Sunday, July 12, 2015

বৃষ্টি-জার্ণাল



সে যেন এক স্বপ্ন দেখা, ভোরের আনাগোনায়
চলেছি সেই মাটির টানে কিসের দোনামোনায়।
মেঘের যেন উপুড় দোয়াত, বৃষ্টি দোলাচলে
আমার যেন সব হারালো, বর্ষা এল বলে।

ওরে সব থৈ থৈ বাংলার মাঠঘাট
হাঁটুজলে ধানচারা, বর্ষার পাখসাট।
ওমা, ওমা! একি দেখি, ভেতরে ও বাইরে
আষাঢ়েই এই হাল? শ্রাবণে কি হবেরে?

Thursday, July 2, 2015

মিত্রজাল

মিসড্‌ কল যদি মিস্‌ হয়ে যায়? 
পজ্‌ড হয়ে যাবে জীবন। 
আর এসএমএস যদি সেন্ট না হয়েছে ? 
অধরা থাকবে ভুবন । 

স্মার্টফোন যদি ক্যাবলার মত 
হোয়াটস্যাপে চুপ থাকে? 
তাহলে জানবে অচল সে ফোন 
পয়সা পুড়িয়ে বকে। 

ইমেলে যদি রিপ্লাই না পাও, 
বুঝবে মাথার স্ক্রু ঢিলা 
এ যেন, 
বাড়ি বয়ে গিয়ে কড়া নেড়ে এলে 
পেলেনা দরজা খোলা। 

স্কাইপে তোমাকে পিং করে যদি 
না পেয়ে থাকি সাড়া 
তবে ধরে নেব 
মুখ দেখবেনা বলে করেছ বন্ধুহারা। 

হ্যাঙাউটে যদি ঝুলে নাই থাকো 
ঝুলে পড়ো শিগ্‌গিরি 
জীবন তোমার বৃথাই কাটবে 
এ কথা কিন্তু জরুরী !!! 

ফেসবুকে ফেস না দেখিয়ে 
শুধু কি ফেক প্রোফাইল বানাবে? 
স্টেট্যাসেতে ভায়া লাইকও পাবেনা 
 চ্যাটবক্স খালি থাকবে । 

সে যুগেতে ছিল অর্কুট, 
তাই কূটকূট করে খেতে 
এখন পাওনা তাই বুঝি তুমি 
ভাট বকে চলো নেটে ? 

সত্যযুগেতে ব্লগবাজি ছিল 
ফেসবুক এল ত্রেতাতে 
দ্বাপরেতে এল হোয়াটস্যাপ 
আরো আরো খিদে মেটাতে। 

এবার দেখব কল্কি কি আনে 
ডিজিটাল মোহ কাটাতে। 
কলিতে তবে থট মেসেজেই 
জীবন পারবে সাজাতে ।