Saturday, June 11, 2016

মাছরাঙা

মাছরাঙা রাঙা নয়, আহ্লাদে নীলচে
মুড দেখে মনে হল, শুধু মাছ গিলচে।
আশেপাশে উঁকি দেয়, যদি পায় দোসরে
আড্ডাটা জমে যাবে গরমের দুপুরে।
ফুটিফাটা মাঠঘাট বন্ধুরা আসেনা
মাছরাঙা ভাবে শুধু বিষ্টিটা নামেনা।
আয় ঘুম, যায় ঘুম, মেঘকালো দুপুরে
মাছরাঙা বসে ডাকে সঙ্গী ও সাথীরে।
ট্রিং-ট্রিং-ট্রুং-ট্রুং কত সুরে ডাকে সে
কেউ তো আসেনা আর কাঠফাটা জ্যৈষ্ঠ্যে।
কিন্তু সে বড়ো একা রোদে আর দুপুরে
মাছ খেয়ে ক্লান্ত সে নামবেনা পুকুরে।
শুধু যদি পায় এক বন্ধু কি সঙ্গ !
তাহলেই জমে যাবে তামাশা ও রঙ্গ ।
রাঁধতে তো পারিনা, কাঁচাতেই তুষ্ট
শুনেছি বলে যে লোকে, কাঁচা খেলে চোখ পুষ্ট।
যদি তুই রেঁধে দিস, কোফ্তা ও কালিয়া
খেয়েতো নেব‌ই আমি, আঁশ-পোঁটা ফেলিয়া ।
শুনেছি বাঙালি নাকি মাছেভাতে পুষ্ট
আমিও কি ঐ জাত? মাছ পেলে তুষ্ট?
শোল-বোল, চুনোপুঁটি যাই পাই গিলি ভাই
মাছ বলে কথা তবু জ্যান্ত হওয়াই চাই।
শুনছি বাঙালী নাকি মরা মাছ রেঁধে খায়
জাপানের লোকে নাকি কাঁচা সুসি গেলে তাই?
এতসব ভেবে শেষে  উড়ে গেল খুশিতে
একা একা চলে গেল পুকুরের পাড়েতে।
যদি দুটো পাওয়া যায় ট্যাংরা কি খলসে
পাতপেড়ে খাবে বসে কি সুখ এ আয়েষে।