তুমি কি কারো বক্ষলগ্না? কিম্বা ঘুম ভেঙে ওঠা টাটকা কান্না?
অথবা যদি মনে পড়ে স্মৃতি? সেও ছিল, হয়নি কি ক্ষতি?
একলা চলতে শেখোনি কেন যে! বারেবারে তোমায় বলেছিলাম যে
একলা চলো, একলা চলো,
হয়ত আগে, কিম্বা পরে, দোলপলাশের বৃষ্টি ঝরে
পথের দুপাশ তাকিয়ে নিও, বন্ধু থাকলে সঙ্গে নিও।
একলা চলো একলা চলো, পুরুষটিকে আগেই বলো।
তুমিও পারো যে একলা চলতে, ভালোয় মন্দে ঝড়ে বৃষ্টিতে
নারী হয়ে ছিলে তার পাশে, আজো তোমার মনটা যে হাসে
ওড়না তোমার ত্রস্ত হয়েছে, চুনরীতে কিছু দাগ যে লেগেছে
পারবেনা নারী একলা চলতে ? মা না হয়ে শুধু জিতে যেতে
সেখানেই ওরা গেরামভারী দেখিয়ে দাও না বাঁচতে যে পারি।
যুগে যুগে ওরা ধর্ষক হয়, লিঙ্গ ওদের মহান সহায় ।
বাজে কথা ছাড়ো কাজে এসো নারী,বলো ধর্ষককে যেন সাজা দিতে পারি।
অথবা যদি মনে পড়ে স্মৃতি? সেও ছিল, হয়নি কি ক্ষতি?
একলা চলতে শেখোনি কেন যে! বারেবারে তোমায় বলেছিলাম যে
একলা চলো, একলা চলো,
হয়ত আগে, কিম্বা পরে, দোলপলাশের বৃষ্টি ঝরে
পথের দুপাশ তাকিয়ে নিও, বন্ধু থাকলে সঙ্গে নিও।
একলা চলো একলা চলো, পুরুষটিকে আগেই বলো।
তুমিও পারো যে একলা চলতে, ভালোয় মন্দে ঝড়ে বৃষ্টিতে
নারী হয়ে ছিলে তার পাশে, আজো তোমার মনটা যে হাসে
ওড়না তোমার ত্রস্ত হয়েছে, চুনরীতে কিছু দাগ যে লেগেছে
পারবেনা নারী একলা চলতে ? মা না হয়ে শুধু জিতে যেতে
সেখানেই ওরা গেরামভারী দেখিয়ে দাও না বাঁচতে যে পারি।
যুগে যুগে ওরা ধর্ষক হয়, লিঙ্গ ওদের মহান সহায় ।
বাজে কথা ছাড়ো কাজে এসো নারী,বলো ধর্ষককে যেন সাজা দিতে পারি।