পেরিয়ে এলাম তেপান্তর কবিতার খেরোখাতায় হোঁচট খেতে খেতে। তারপর সবকিছু ওলটপালট ! ছেঁডাছেঁড়া কবিতারা এল আমার হয়ে। ঘুমঘোরে পদ্যপুর পাড়ি দিলাম । ঋতুচক্রের ঝরাপাতায়, ফাগুনে সে দিল কিছু ম্যাজিক-মূহুর্ত । বৈশাখী বিকেলে এলোপাথাড়ি শিলাবৃষ্টিতে, বর্ষার মেঘদুপুরে ছন্নছাড়া ইলশেগুঁড়িতে, শরতের শিশিরভেজা শিউলিতলায়, হেমন্তের হিমঝরা সন্ধ্যেবেলায় আর শীতের অমৃতকমলার দুপুরগুলোয় আমার গদ্যপুর পাড়ি দেবার সাথে সাথে তার সঙ্গে চলেছিল নীরবে ওঠাবসা। আমি বলি ছিন্নপাতা। তুমি বলবে ছেঁড়াখাতা। কে জানে? কবিতাই বুঝি এর নাম!
SESIP Job CircularBANSDOC Admit Card Downloadwww bansdoc gov bdjobsbiwta gov bdBIWTA Admit card download
SESIP Job Circular
ReplyDeleteBANSDOC Admit Card Download
www bansdoc gov bd
jobsbiwta gov bd
BIWTA Admit card download