Saturday, October 8, 2016

কন্যাং দেহি

আমার কন্যা শিউলি বন্যা, বিদায়লগ্ন বিজয়ায়
বিসর্জনের বাজনা বাজে শিউলিতলার আঙিনায়।
আমার পুত্র কাশফুল ম্লান, মলিন হল তার স্বপ্ন 
হিমের ছোঁয়ায় ঝরে গেল তার সুঠাম দেহের যত্ন। 

দুর্গা আমার কন্যাশ্রী বড় ঘরের দুর্গারত্ন।
দিনকয়েকটা হাতে যে পেলাম তাতেই আত্যি-যত্ন।
আমার কন্যা, আমার দুর্গা বিজয়ার কনকাঞ্জলি
রাত পোহালেই মনখারাপ আর শরত শেষের ফুল তুলি।

আমার দুর্গা বিজয়াদশমী আসছে বছর আবার
রূপং দেহি, জয়ং দেহি আসবে ঘরে আমার।
আমার দুর্গা কন্যাকুমারী লগ্নভ্রষ্টা আত্তিশ্যা
পথে পড়ে থাকা কোজাগরী ভ্রূণ দীপাণ্বিতার পুণ্যাশা।

আমার দুর্গা সারাটিবছরে শ্লীলতাহানির অপমানে
ধর্ষিতা আর লাঞ্ছিতা সে যে বাঁচতে পারেনা সম্মানে।
আমার মেয়েটা ধর্ষিতা আজ চোখের কোণায় কালি।
প্রতিবাদে তার অ্যাসিড-অ্যাটাক ঈভটিজিংয়ে বলি।

তোমার দুর্গা হয়ত গোপনে পণপ্রথার বলি
পণ্যরূপেও পাচার দুর্গা শহরের চোরাগলি।
আমার দুর্গা লেবারপেনেতে ভরাপোয়াতির রূপ
সম্ভোগে আর শীত্কারে সাড়া বাকী সময়েতে চুপ।  

আমার কন্যাভ্রূণেতে লুকিয়ে সেই দুর্গার অংশ
তবু ঘরে ঘরে দুর্গারা করে কন্যারে নির্বংশ । 
কন্যাং দেহি, কন্যাং দেহি, হোক কলরব বিজয়ায়
আমার দুর্গা মাতিয়ে রাখবে বোধন থেকে দশেরায়।  

কন্যাং দেহি, কন্যাং দেহি কন্যার জয়গান।
আমার দুর্গা শুনতে কি পাও কন্যাশ্লোকের গান? 
ওরে কে আছিস? আয় না ছুট্টে, বাঁচা না জ্যান্তদুর্গাকে
দুর্গা না এলে দুর্গাকে আর কুমারীপুজোয়  মানবে কে ?


No comments:

Post a Comment