আমাদের বিলে / ইন্দিরা মুখোপাধ্যায়
দত্তবাড়ির সিমলেপাড়ার দুরন্ত সেই ছেলে,
ভালো নাম নরেন্দ্রনাথ, আদরের বিলে
মহাদেবের বরে, ভুবনেশ্বরীর কোলে,
অবশেষে বিলে এল হাজার আলো জ্বেলে।
রেগে যেতে চট করে একরত্তি বিলে,
হাতের কাছে যা কিছু ছুঁড়ে দিত ফেলে।
মাথায় ঢেলে ঠান্ডা জল শিবের নাম নিলে,
সব রাগ জল হত শান্ত হত বিলে!
"ধ্যান ধ্যান" খেলা হত ছেলেপুলের সাথে,
একদিন সেথায় এল সাপ দেখতে দেখতে
ফণা তোলা সাপ দেখে সাথীরা পালাল,
ধ্যানমগ্ন বিলের সাথে সাপও থাকল ।
মা'কে লুকিয়ে জামাকাপড় আলনা থেকে ছুঁড়ে,
জানলা দিয়ে ফেলে দিত ভিখিরির কোলে।
বাবা ছিলেন বিশ্বনাথ পেশায় আইনজীবি,
দিনেরাতে আসত মানুষ, নানাজাতের ছবি।
সারে সারে থাকত হুঁকো আপিসঘরের কোণে,
জাত যায় কিনা করল পরখ দেখল হুঁকো টেনে ।
মাষ্টারমশাই পড়াতে এলে খাটে শুয়ে শুয়ে,
বলত সে "আপনি পড়ুন, শুনি আমি শুয়ে"
এমনি ছিল ছোট্ট বিলের নানান কেরামতি,
বুদ্ধিমান আর মেধায় ঠাসা মস্তিষ্কের গতি।
কলেজপাঠের সময় আলাপ পাগল প্রভুর সাথে,
পালটে গেল বিলের জীবন বইল অন্যখাতে ।
No comments:
Post a Comment