Sunday, July 12, 2015

বৃষ্টি-জার্ণাল



সে যেন এক স্বপ্ন দেখা, ভোরের আনাগোনায়
চলেছি সেই মাটির টানে কিসের দোনামোনায়।
মেঘের যেন উপুড় দোয়াত, বৃষ্টি দোলাচলে
আমার যেন সব হারালো, বর্ষা এল বলে।

ওরে সব থৈ থৈ বাংলার মাঠঘাট
হাঁটুজলে ধানচারা, বর্ষার পাখসাট।
ওমা, ওমা! একি দেখি, ভেতরে ও বাইরে
আষাঢ়েই এই হাল? শ্রাবণে কি হবেরে?

No comments:

Post a Comment