Thursday, July 2, 2015

মিত্রজাল

মিসড্‌ কল যদি মিস্‌ হয়ে যায়? 
পজ্‌ড হয়ে যাবে জীবন। 
আর এসএমএস যদি সেন্ট না হয়েছে ? 
অধরা থাকবে ভুবন । 

স্মার্টফোন যদি ক্যাবলার মত 
হোয়াটস্যাপে চুপ থাকে? 
তাহলে জানবে অচল সে ফোন 
পয়সা পুড়িয়ে বকে। 

ইমেলে যদি রিপ্লাই না পাও, 
বুঝবে মাথার স্ক্রু ঢিলা 
এ যেন, 
বাড়ি বয়ে গিয়ে কড়া নেড়ে এলে 
পেলেনা দরজা খোলা। 

স্কাইপে তোমাকে পিং করে যদি 
না পেয়ে থাকি সাড়া 
তবে ধরে নেব 
মুখ দেখবেনা বলে করেছ বন্ধুহারা। 

হ্যাঙাউটে যদি ঝুলে নাই থাকো 
ঝুলে পড়ো শিগ্‌গিরি 
জীবন তোমার বৃথাই কাটবে 
এ কথা কিন্তু জরুরী !!! 

ফেসবুকে ফেস না দেখিয়ে 
শুধু কি ফেক প্রোফাইল বানাবে? 
স্টেট্যাসেতে ভায়া লাইকও পাবেনা 
 চ্যাটবক্স খালি থাকবে । 

সে যুগেতে ছিল অর্কুট, 
তাই কূটকূট করে খেতে 
এখন পাওনা তাই বুঝি তুমি 
ভাট বকে চলো নেটে ? 

সত্যযুগেতে ব্লগবাজি ছিল 
ফেসবুক এল ত্রেতাতে 
দ্বাপরেতে এল হোয়াটস্যাপ 
আরো আরো খিদে মেটাতে। 

এবার দেখব কল্কি কি আনে 
ডিজিটাল মোহ কাটাতে। 
কলিতে তবে থট মেসেজেই 
জীবন পারবে সাজাতে ।

No comments:

Post a Comment