Sunday, December 15, 2019

পথ

পথ দিয়ে চলতে চলতে এখনও খুঁজে চলেছি আমি সেই পথ, যে কোন দাবী করবে না আমার কাছে। 
সেই সঙ্গে হাতড়ে চলেছি সেই পথের শেষটুকুও। 
আমার চলার পথের দুধারে যেমন আছে সবুজ দুধেল ধানের খেত তেমনি আছে ঘন জঙ্গুলে পথ। 
সেই পথের বাঁকে আছে এক চিলতে নদীর তিরতির করে বয়ে চলা। 
এই পথ আমার খুব চেনা লাগে তবুও একেক সময় মনে হয় তাকে বড় অচেনা। 
মাঝেমাঝেই সেই পথে হাঁটতে হাঁটতে কাঁকরে পা পড়ে যায় আমার। 
সেই পথ আমাকে আঘাত দেয়, তবুও সেই পথে চলতে আমাকে হবেই। 
পথের কিছু দাবী আছে, আমার কাছে, আমারও আছে সামান্য। 
আমার চলার জন্য‌ই সেই দাবীগুলো মাঝেমধ্যেই পথ আমাকে মনে করায়। 
আমিও পথের দাবী মেটাতেই সেই পথ দিয়েই চলি তবুও ভুল পথে যাই মাঝেমধ্যে।  

No comments:

Post a Comment