ঘটিগরম, তরজা তুফান, উস্কানি আর দাদাগিরি,
চোখরাঙানি, বাহুবলে হচ্ছে নেতার ভোটফেরি।
আমার হবে, তোমার হবে, চৈত্র সেলে জামা হবে
বোশেখ পড়লে বিয়ে হবে, খাওয়াদাওয়া দেদার হবে।
ভোট হবে, চোট হবে, জোট হবে না ঝুট হবে?
বাড়ি হবে, গাড়ী হবে, পার্টি হবে, কভিড হবে।
শাড়ি হবে, ফুচকা হবে, রাতবিরেতে আড্ডা হবে
আমআদমির নোলা হবে, লুচি মাংস পোলাও হবে।
চেবানো হবে, চাটা হবে, চোষা হবে, গেলা হবে
চর্ব্য চূষ্য লেহ্য পেয়, কচু ঘেঁচু, গেলা হবে।
জল হবে, ঘোলা হবে, কেউ কারোর চ্যালা হবে
ছেলে হবে, মেয়ে হবে, সরল হবে জটিল হবে।
ঠ্যালা সাম্লাতেই হবে, মাটির ডেলা হতেই হবে
ন্যালাক্ষ্যাপা মানুষ হবে, তেলা মাথায় তেল দেবে
মুখ্যুসুখ্যু মানুষ হবে, গল্পস্বল্প গেলা হবে।
মুরগী হবে মাটন হবে, ছাপ্পান্ন ভোগ হবে
গেলা হবে, খাওয়া হবে, বেহুলার ভেলা হবে।
ভোট হবে, জোট হবে, মানুষের মেলা হবে
কভিড হবে, বন্যা হবে, মিটিংমিছিল সব হবে।
No comments:
Post a Comment