Sunday, February 10, 2013

ছুটি

আজ আমার একরত্তি আলসেমি, আজ আমার ঘুমভাঙানির দেরী
আজকে ছুটি ভোরের হাঁটাহাঁটির, আজ চায়ের কাপে একচা-চামচ চিনি ।
দুপুরে না হয় কেবলি ফেনাভাত, সাথে সেদ্ধ-সবুজ অবুঝ ঘিয়ের হাত !
তারপরে একছুট্টে হাইওয়ে, হ্যালুসিনেটেড জয়রাইডে আমি
পেরিয়ে ধূধূ পলাশঝরা মাঠ একটু-আধটু গ্রামের মেঠো জমি !
শাল শিমূল আর খুচরো পথের ধূলো, ধানজমি আর সর্ষে ক্ষেতের আলো...
টুকরো টাকরা কথার কাটাকাটি, হাওয়ায় দোলে হলদে বাঁদরলাটি !
এফএম বকে কথা অনর্গল, ছুটির দুপুর খুশির অবাধ আগল ।

No comments:

Post a Comment