Sunday, February 10, 2013

আমরা আছি ও থাকব !

সুন্দর একটা অপ্রত্যাশিত শীতের সন্ধ্যে  । 
আমাদের এক ভুবন এই আকাশ, বাতাস, এক ঘর ডেট নিয়ে সন্ধ্যেটা আশা করি শেষ হলনা । রয়ে গেলাম আমরা সেই পুরোণো নৌকোর সহযাত্রী হয়ে ।   
যদি সত্যি আর কিছু মূহুর্তের পর চলে যেতে হত তাহলে অনেক কিছু অদেখা, অচেনা আর অজানার মধ্যে থেকে হাতড়ে নিতাম সেই মূহুর্তটাকে যখন ফুল পাপড়ি খোলে অথবা পাখীর ডিম ফুটে চোখ মেলে তাকায়  ছোট্ট  পক্ষীছানা । কিম্বা ফুলের গন্ধ নিতে নিতে ঘুমিয়ে ঘুমিয়ে গানের ভেলায় ভাসতে পারতাম । আরো যদি পারতাম বহুদিনের পুরোণো বন্ধুর সাথে মন খুলে গল্প করতে । আশপাশ ঘিরে থাকত পরিজন, প্রিয়জন আর আমি ঘুমিয়ে পড়তাম তাদের কলকল, খলখল গলার আওয়াজে। একটু তন্দ্রা, আধটু নিদ্রার ফাঁকে জেগে জেগে আধো ঘুমে আবিষ্কার করতাম অদেখা সেই মূহুর্তগুলো । বাঁচার ইচ্ছেটা আরো বেড়ে যেত । ভাবতাম কি সুন্দর  আমার এই একভুবন  জগত! কেন ফুরিয়ে যায় সময়? 

যাইহোক আমরা আছি ও থাকব ! 

No comments:

Post a Comment