আজ খুকুর বড্ড মনখারাপ, কেন মাগো দোলের খেলার শেষ?
আজ যে শুরু চৈত্র বিকেল বড়, আজ যে খুকু শাড়ি পরেছে বেশ্!
আজ যে খুকু ফ্রিল দেওয়া ফ্রক ছেড়ে, গরম বিকেল নরম ছাপাশাড়ি ।
আজ যে খুকুর উচ্চমাধ্যমিক, তাই সে বিকেল দোলের সাথে আড়ি ।
আজ যে খুকুর ছবি আঁকার ছুটি, গানের ক্লাসে বড্ড অনিয়মিত
আজ যে খুকুর ভাল্লাগেনা কিছুই, দোলপিঁড়ি তার শূন্য, পরিমিত ।
আজ যে খুকুর খোঁপার পলাশকুঁড়ি, শুকিয়ে মলিন রাঙামাটির পরে ।
সব যে ওরা পেড়ে নিয়ে গেল, ছাতিমতলায় গৃহবাসীর দ্বারে ।
তাই তো খুকু দোল খেলেনি আজ, কমলা পলাশ মনখারাপে কেঁদে
লালমাটিতে ফাগ উড়েছে শুধুই, হলদে শাড়ি সবুজ চাদর বেঁধে ।
আজ যে শুরু চৈত্র বিকেল বড়, আজ যে খুকু শাড়ি পরেছে বেশ্!
আজ যে খুকু ফ্রিল দেওয়া ফ্রক ছেড়ে, গরম বিকেল নরম ছাপাশাড়ি ।
আজ যে খুকুর উচ্চমাধ্যমিক, তাই সে বিকেল দোলের সাথে আড়ি ।
আজ যে খুকুর ছবি আঁকার ছুটি, গানের ক্লাসে বড্ড অনিয়মিত
আজ যে খুকুর ভাল্লাগেনা কিছুই, দোলপিঁড়ি তার শূন্য, পরিমিত ।
আজ যে খুকুর খোঁপার পলাশকুঁড়ি, শুকিয়ে মলিন রাঙামাটির পরে ।
সব যে ওরা পেড়ে নিয়ে গেল, ছাতিমতলায় গৃহবাসীর দ্বারে ।
তাই তো খুকু দোল খেলেনি আজ, কমলা পলাশ মনখারাপে কেঁদে
লালমাটিতে ফাগ উড়েছে শুধুই, হলদে শাড়ি সবুজ চাদর বেঁধে ।
No comments:
Post a Comment