Sunday, February 10, 2013

কখনো কখনো

কখনো কখনো মনে হয়, পথের মত হারিয়ে প্রায় 
চলে যাব খেলনাবাটি ফেলে 
রেখে যাব টুকরো কথা, ফেলে দেওয়া ছেঁড়া ব্যথা 
হারিয়ে যাব নদীর মত ভুলে 
কখনো কখনো রঙ এসে যায় ভিজিয়ে দেয় কষ্ট
কখনো কখনো দমকা হাওয়ায় এলোমেলো অস্পষ্ট 
উথালপাথাল গানের কলি, এলোমেলো সব ছন্দ
ওলটপালট খোলাখাতা,  মানের জানলা বন্ধ 
কখনো সখনো হালকা আমি, আনেক আলোর মাঝে
কখনো আবার চাপের মাঝে,  সকাল-বিকেল-সাঁঝে
এমন করেই চলুক জীবন নানারঙের ভীড়ে
গল্পকথা, পদ্য গাথায় গানসিঁড়িটির তীরে 
শুধু কিছু চিহ্ননাম যদি রেখে দিতাম তুলে,
ঐ রান্নাঘরের মাচায় কিম্বা চিলেকোঠায় ভুলে !!!

No comments:

Post a Comment