Sunday, February 10, 2013

বন্ধু

শিকেয় তোলা শপিংমল, এলোমেলো রাজ্যপাট 
রমরমিয়ে রঙীনছবি ,  চুলোয় গেল বাজারহাট !  
আবছায়ার বৃষ্টিপথে গান  ভাসাল ঘর দুয়ার 
সব ছেড়েছুড়ে বন্ধু আমার শ্রাবণের শেষ শুক্রবার !
 
কোথায় বন্ধু রঙতুলিটা কোথায় তোমার প্যালেট ?
আমার খোলা সেই পার্চমেন্ট চিঠিলেখার শেলেট ।
কোথায় বন্ধু নীলখামেতে উড়োচিঠির ভেলা ?
আমার খোলা সেই জানালা টুকরো চিঠির মেলা ।

কোথায় বন্ধু নীলনির্জন আউল-বাউল গান ?
আমার ছাদের সেই কোণাটায় রূপোর চাঁদের স্নান ।
কোথায় তোমার শেষ কবিতা থমকে গেছে বলো?
খুঁজে দেব সেই পাসওয়ার্ড যাই দুজনে চলো । 
--

No comments:

Post a Comment