Saturday, February 23, 2013

চুপকথা

পালটে গেল আমার চুপকথার গল্প ।  ১৯৮৯ র ফাল্গুন । অষ্টমঙ্গলা সেরে মধুচন্দ্রিমা...
সুদূর ডালাসে পাড়ি দেওয়া, জীবনের প্রথম প্রেমিকের সাথে,
বহু প্রতীক্ষিত বায়ুপথে ভ্রমণ.. বিমানবন্দর থেকে একে একে চোখের বাইরে চলে গেল মা, বাবা আর ভাইয়ের ছলছল চোখ,
চোখে তখন আনন্দাশ্রু, নিমেষে কষ্ট উধাও.. হাত ধরল কাছের মানুষটি,
অনাবিল আনন্দে হারিয়ে গেল তারা । সে দেশের মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম জানালাম নিজের দেশমাতৃকাকে...
প্রথম ভোরবেলা, কিচেন-ব্লাইন্ডস সরিয়ে, পার্কিং লটে  সার সার গাড়ির ছাদে দুধসাদা বরফের চাদর.. তার সাথে সূর্যের আলোর মাখামাখি,  
সত্যি রূপকথা হল আমার চুপকথারা ।
আমি হাত নেড়ে বাই করছি আমার স্টুডেন্ট স্বামীকে । গাড়ির মাথায় বরফ সাফ করতে করতে সে বেমালুম ভুলে গেল তার প্রেয়সীকে হাত নাড়ার কথা ।
তখন শুরু হল জীবনের বাস্তব গল্প ।   

No comments:

Post a Comment