আজ এ ফাল্গুণের দ্বিতীয় ডেট । আজ দখিনের খোলা জানলায়
সব ওলটপালট । ফাগুণের ওমে শীত লুকোল শুকনোপাতায় । পলাশের হাসিতে শীত-ফুলেরা
মুখ ঢেকেছে চুপিসাড়ে । শিমূল, অশোকের হট্টমেলায় ডালেডালে কাঁচা সবুজের
ছোঁয়া । মাতাল বসন্তে রঙীন প্রকৃতি । তবুও তোমাকে চাই এই ফাগুণসন্ধ্যেয় ।
আজ দেখ, নতুন
বসন্তের পাগলা হাওয়ায় উদাস তুমি-আমি । ঠাকুরঘরে সাঁঝেরবাতি, রাতের পোষাক,
ডিনার টেবিল এলোমেলো আজ । তবুও তোমাকে চাইলাম ।
কোকিল পাগল করেছে আমার গানবিকেলের একটুকরো বারান্দা ।
জানো ? আমি কিন্তু বসন্তের নরম শাড়ির আঁচল বিছিয়ে বসে আছি সেই ফাগুণডেটের
পথ চেয়ে । তাই আরো একবার সব বন্ধুদের মাঝে তোমাকে চাইলাম নতুন এই ফাগুণে ।
No comments:
Post a Comment