দেশ-রাণীমা'র মাথায় বরফ মুকুট, হিমালয়ের সবুজ ঝালর বুকে
নীল-সবুজ নদীর ঘাগরা কুঁচি সাগর ঢেউয়ে ছুঁচ্ছে এঁকে বেঁকে ।
চিকন বালির কাঁকন হাতে পরে, রাণী পেরোন রূপনগরের উঠোন
উঠোন ঘেঁষে আমার বাড়ীর রোয়াক, পুবপারের ঐ খোলা হাওয়ার শহর ।
কোপাইপাড়ের মাটি উঁচুনীচু, খোয়াই সেথায় শুধুই যেন রাঙা
ছাতিমতলার গন্ধে কচিকাঁচা, সোনাঝুরির ধারে ভুবনডাঙা ।
দেশরাণীমা'র এমন কত বাগান, (ঠিক)আমার উঠোন পেরোলে যেমন সাগর
গায়ের সোনা ছড়িয়ে দিয়ে ক্ষেতে, মা এখনো রূপসী ডাগর-ডোগর ।
উড়নি ওড়ায় গাঁয়ের ধানের গোলায়, শিশির ছেটায় শিউলিঝরার বেলায়
দুচোখ ভরে মা'কে চেয়ে দেখি, দু'পা ফেলে ভাসি কাশের ভেলায় ।
নীল-সবুজ নদীর ঘাগরা কুঁচি সাগর ঢেউয়ে ছুঁচ্ছে এঁকে বেঁকে ।
চিকন বালির কাঁকন হাতে পরে, রাণী পেরোন রূপনগরের উঠোন
উঠোন ঘেঁষে আমার বাড়ীর রোয়াক, পুবপারের ঐ খোলা হাওয়ার শহর ।
কোপাইপাড়ের মাটি উঁচুনীচু, খোয়াই সেথায় শুধুই যেন রাঙা
ছাতিমতলার গন্ধে কচিকাঁচা, সোনাঝুরির ধারে ভুবনডাঙা ।
দেশরাণীমা'র এমন কত বাগান, (ঠিক)আমার উঠোন পেরোলে যেমন সাগর
গায়ের সোনা ছড়িয়ে দিয়ে ক্ষেতে, মা এখনো রূপসী ডাগর-ডোগর ।
উড়নি ওড়ায় গাঁয়ের ধানের গোলায়, শিশির ছেটায় শিউলিঝরার বেলায়
দুচোখ ভরে মা'কে চেয়ে দেখি, দু'পা ফেলে ভাসি কাশের ভেলায় ।
No comments:
Post a Comment