ছুটছে কচি, হাসছে কাঁচা, রং'টা কেমন বদলে যায় !
শিউলিঝরা আগমনী গন্ধ আনে পুজোবেলার....
একটু আকাশ নীলচে লাগে, বন্ধু কেমন বদলে যায় !
একটু বাতাস ঠান্ডা আনে, মানুষ কেমন পালটে যায় !
জীবনটার এই কত রঙে, একটু সবুজ অবুঝ হয়
জ্যোত্স্না আলোয় বিষ্টি পড়ে, একটা জীবন উলটে যায় ! ছুটছে কচি, হাসছে কাঁচা, রং'টা কেমন বদলে যায়
দুষছে মানুষ, কাঁদছে মেয়ে ঢং'টা কেমনি সয়ে যায় !
পড়ছে গাছের কচিপাতা, শীতটা কেমন এসেই যায় !
ঝলসে গেল কত জীবন, গ্রীষ্ম যেন সয়েই যায় !
বাদাম গাছে কচি পাতা, প্রেমটা যেন উথলে যায়
হেমন্তে সে হিমেল হাওয়া, নতুন করে ফিরে পায় ।
দিন গড়িয়ে দুপুর ঢলে, পড়ন্ত সে রোদের গায়
বুড়ো বাপের দাঁত পড়ে যায়, চোখদুটি যে আবছায়ায় ।
ঋতুর রঙে চমক লাগে, মা যে কেন পালটে যায় !
বয়স ভারে, গলার স্বরে শব্দটা যে বদলে যায় ।
ভাইটা যেন ছোট্টটি থাক, সাজানো থাক খেলার ঘর
বোনের যেন দুই বিরুণী, যাস্নে যেন পরের ঘর ।
দোলদোলানো ফাগের বিকেল, দুরন্ত সেই কিশোর খেলার শিউলিঝরা আগমনী গন্ধ আনে পুজোবেলার....
একটু আকাশ নীলচে লাগে, বন্ধু কেমন বদলে যায় !
একটু বাতাস ঠান্ডা আনে, মানুষ কেমন পালটে যায় !
জীবনটার এই কত রঙে, একটু সবুজ অবুঝ হয়
জ্যোত্স্না আলোয় বিষ্টি পড়ে, একটা জীবন উলটে যায় ! ছুটছে কচি, হাসছে কাঁচা, রং'টা কেমন বদলে যায়
দুষছে মানুষ, কাঁদছে মেয়ে ঢং'টা কেমনি সয়ে যায় !
No comments:
Post a Comment