আমি তখন ঘুমবিছানায় মায়ের কোলে আলো ।
পাড়ার লোকে বলেছিল, পেত্থম মেয়ে হ'ল?
মা বলেছিল তা কেন ? আমার প্রথম বন্ধু সে ।
আমি তখন দুই বিরুণি, শুরু স্কুলের বেলা
মায়ের সাথে ছন্দেসুরে গানবিকেলের খেলা ।
আমার তখন কলেজবেলা, খড়কেডুরে শাড়ি
মা চেনালো কলেজপাড়া, মিনিবাসে বাড়ি ।
আমি তখন ঊণিশ বছর, আমার স্নাতকোত্তর
মা-মেয়েতে ঘোরাঘুরি, রূপবাণী চত্বর ।
আমার তখন সপ্তপদী, আমার কুসুমডিঙে
ছাদের কোণায় মা যে কাঁদে আমায় ফাঁকি দিয়ে ।
আমি কেবল থোড়-বড়ি আর জঞ্জালেরি ভীড়ে
কাজলাদিদির পায়ের নূপুর, কমলালেবুর শীতের দুপুর
বর্ষাদিনের কাজরী গান, মায়ের সাথে বিষ্টি স্নান
সবটা যেন ফুরিয়ে এল কেমন চুপিসাড়ে ।
পাড়ার লোকে বলেছিল, পেত্থম মেয়ে হ'ল?
মা বলেছিল তা কেন ? আমার প্রথম বন্ধু সে ।
সারাক্ষণের ওঠাবসার একরত্তি মেয়ে !
আমি তখন দুই বিরুণি, শুরু স্কুলের বেলা
আমার তখন কলেজবেলা, খড়কেডুরে শাড়ি
মা চেনালো কলেজপাড়া, মিনিবাসে বাড়ি ।
আমি তখন ঊণিশ বছর, আমার স্নাতকোত্তর
মা-মেয়েতে ঘোরাঘুরি, রূপবাণী চত্বর ।
আমার তখন সপ্তপদী, আমার কুসুমডিঙে
ছাদের কোণায় মা যে কাঁদে আমায় ফাঁকি দিয়ে ।
কাজলাদিদির পায়ের নূপুর, কমলালেবুর শীতের দুপুর
বর্ষাদিনের কাজরী গান, মায়ের সাথে বিষ্টি স্নান
সবটা যেন ফুরিয়ে এল কেমন চুপিসাড়ে ।
No comments:
Post a Comment